ঢাকা, মঙ্গলবার, ৬ কার্তিক ১৪৩১, ২২ অক্টোবর ২০২৪, ১৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নতুন বাংলাদেশ গঠনে যার যার অবস্থানে কাজ করতে হবে: জাহিদুল করিম কচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
নতুন বাংলাদেশ গঠনে যার যার অবস্থানে কাজ করতে হবে: জাহিদুল করিম কচি ...

চট্টগ্রাম: তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে, তা পূরণে সাংবাদিকদের প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যয় টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত চট্টগ্রামে কর্মরত টেলিভিশন চিত্রসাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গঠনে সমাজে যার যার অবস্থান হতে এগিয়ে আসতে হবে। যেখানে থাকবে না কোন বৈষম্য, সমাজ থেকে দূর হবে হিংসা আর হানাহানি।

টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী।

সভায় টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল হোসাইন টিপু ও নুর হাসিব ইফরাজ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।