ঢাকা, বুধবার, ৭ কার্তিক ১৪৩১, ২৩ অক্টোবর ২০২৪, ১৯ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে 'নির্বাচন ও সংবিধান সংস্কার' বিষয়ক আলোচনা সভা ২৭ অক্টোবর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
চবিতে 'নির্বাচন ও সংবিধান সংস্কার' বিষয়ক আলোচনা সভা ২৭ অক্টোবর ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আগামী ২৭ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাষ্ট্রচিন্তার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "নির্বাচন ও সংবিধান সংস্কার" শীর্ষক আলোচনা সভা।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চবিসাস কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রচিন্তা চবির সভাপতি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এসবি ফররুখ হোসেন রিফু, সহ-সভাপতি রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরোজ তৃণা ও সদস্য ইখলাস বিন সুলতান এবং তৌহিদুল ইসলাম সাকিব।  

আয়োজকরা জানান, নির্বাচন বিষয়ে আলোচনা করবেন চবি উপাচার্য অধ্যাপক ড.  মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা করবেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং দারুল উলুম আলিয়া মাদরাসা চন্দনপুরার শিক্ষক ও চিন্তক মুহাম্মদ মুনির উদ্দিন।

এছাড়া সংবিধান নিয়ে আলোচনা করবেন রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান এবং সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রীম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম।

সংগঠনটির সভাপতি এসবি ফররুখ হোসেন বলেন,  আমরা চাই রাষ্ট্র সংস্কারের জন্য জনগনের সচেতনতা সৃষ্টি করতে। বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে আমরা এ বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে চাই। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।