ঢাকা, বৃহস্পতিবার, ৮ কার্তিক ১৪৩১, ২৪ অক্টোবর ২০২৪, ২০ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ভার্সিটির ক্যাম্পাসে অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের অনুপ্রবেশের চেষ্টা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
সাউদার্ন ভার্সিটির ক্যাম্পাসে অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের অনুপ্রবেশের চেষ্টা ...

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য প্রকৌশলী মোজাম্মেল হক কতিপয় শিক্ষার্থী ও বহিরাগতদের নিয়ে জোরপূর্বক পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

জানা যায়, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সুনাম, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করার দায়ে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ১৪টি অভিযোগসহ বিভিন্ন অসংগতি তুলে ধরে তাঁকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (২৩ অক্টোবর) তিনি ভার্সিটির ক্যাম্পাসে অনুপ্রবেশের চেষ্টা করলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিহত করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এসে কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রকৌশলী মোজাম্মেল হককে বাসায় চলে যাওয়ার পরামর্শ দেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাস্টি বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার অনুরোধ করেন।

কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী চলে যাওয়ার পর তিনি তাদের অনুরোধ উপেক্ষা করে গেট ভেঙ্গে আবারও ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালান।  

প্রকৌশলী মোজাম্মেল হক ক্যাম্পাসে প্রবেশে ব্যর্থ হয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে ইউনিভার্সিটির সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। এমতাবস্থায় কারো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে ইউনিভার্সিটির সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

এর আগে সুনির্দিষ্ট ১৪টি অভিযোগের জবাব ও তদন্তের শর্তে প্রকৌশলী মোজাম্মেল হককে সাময়িক অব্যাহতি প্রদান করেন সাউদার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্ট। এছাড়াও অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।