ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
বন্দরে প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার  ফাইল ছবি

চট্টগ্রাম: সমঝোতার প্রেক্ষিতে কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।  

বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টা থেকে ধর্মঘট স্থগিত করার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ।

 

তিনি জানান, আমাদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগে সমঝোতার প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে ।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড ওনার্স অ্যাসোসিয়েশনের মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের মধ্যে নিয়োগপত্র নিয়ে বিদ্যমান সমস্যার সমঝোতা হয়েছে।

মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সম্মিলিতভাবে নিয়োগপত্র চূড়ান্ত করেছে এবং মালিকপক্ষ চূড়ান্ত নিয়োগপত্র মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র দিতে সম্মত হয়েছে। শ্রমিকপক্ষ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা দিয়েছে।
 
সূত্র জানায়, বুধবার (৩০ অক্টোবর) ভোর থেকে কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ডিপোতে আনা-নেওয়ার কাজ। তবে বন্দরের ভেতরে জেটির জাহাজ, ইয়ার্ড ও টার্মিনালে কনটেইনার লোড-আনলোড, স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক ছিল।  

বেসরকারি পরিবহন সংস্থার মালিকানাধীন প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়ন ইত্যাদি বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।