ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুপারি মজানোর গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
সুপারি মজানোর গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু  ...

চট্টগ্রাম: কাঁচা সুপারি পানিতে ভিজিয়ে মজানোর গভীর চৌবাচ্চায় (গর্তে) পড়ে দুই ভাই মারা গেছেন। তারা হলেন শফি সওদাগর ও শহিদুল্লাহ।

 

শুক্রবার (১ নভেম্বর) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজি গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় চিকিৎসাধীন তিনজন হলেন- মো. তৌহিদ, মো. শফি ও করিম।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার খবর পাই আমরা। ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছি। এর আগেই স্থানীয় লোকজন ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।  

স্থানীয় যুবক রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, গর্ত থেকে প্রথমে শফিকে উদ্ধার করা হয়। তাকে আমি নাজিরহাট মেডিক্যালে নিয়ে যাই। এ ঘটনায় দুইজন মারা গেছেন। আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

কাঁচা সুপারি সংগ্রহ করে পানিতে বিশেষ প্রক্রিয়ায় বেশ কিছুদিন ভিজিয়ে রাখলে একদিকে বেশি দিন ভালো থাকে অন্যদিকে বেশি দামে বিক্রি করা যায়। তাই বংশ পরম্পরায় শফি সওদাগর এ ব্যবসা করে আসছিলেন।  

ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, বাড়ির আঙিনায় ১২-১৫ ফুট গভীর চৌবাচ্চা করে তাতে কাঁচা সুপারি ভিজিয়ে রাখা হতো। ওই পানি ছিল বেশ দুর্গন্ধযুক্ত।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।