ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দক্ষিণ জেলা কৃষকদল: অনুমোদন পেল ৭ উপজেলা-পৌরসভার কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
দক্ষিণ জেলা কৃষকদল: অনুমোদন পেল ৭ উপজেলা-পৌরসভার কমিটি 

চট্টগ্রাম: জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ৪টি উপজেলা ও ৩টি পৌরসভা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।  

শুক্রবার (১ নভেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসীন চৌধুরী রানা ও সদস্য সচিব মীর জাকের আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বোয়ালখালী, পটিয়া ও বাশঁখালী পৌরসভা এবং বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন জেলা নেতৃবৃন্দরা।  

অনুমোদিত পটিয়া উপজেলা কমিটিতে স্থান পেয়েছে ৫১ জন।

তাদের মধ্যে মাহবুবুল আলম পারভেজ আহ্বায়ক, মিজানুর রহমান মায়া সদস্য সচিব করা হয়েছে।  
৩১ সদস্য বিশিষ্ট চন্দনাইশ উপজেলা কমিটিতে জিয়াউল হক চৌধুরীকে আহ্বায়ক ও ওসমান গনিকে সদস্য সচিব করা হয়েছে।  

বোয়ালখালী উপজেলা কমিটিতে স্থান পেয়েছে ৭১ জন। এর মধ্যে মো. বাবর উদ্দিনকে আহ্বায়ক, সাজ্জাদ হোসেন সাদ্দামকে সদস্য সচিব করা হয়েছে।

বোয়ালখালী পৌরসভা কমিটিতে স্থান পেয়েছে ৩১ জন। মোহাম্মদ আবুল হাসেমকে আহ্বায়ক ও মোহাম্মদ ইলিয়াছ মনুকে সদস্য সচিব করা হয়েছে।  

বাশঁখালী উপজেলায় ২ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আকবর হোসেন সিকদার ও সদস্য সচিব করা হয়েছে ফজল কাদের মেম্বারকে। পাশাপাশি বাশঁখালী পৌরসভারও ২ সদস্য বিশিষ্ট কমিটিতে শোয়াইবুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক ও আবুল বশরকে সদস্য সচিব করা হয়েছে।  

চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসীন চৌধুরী রানা বাংলানিউজকে বলেন, দক্ষিণ জেলার আওতাধীন তিনটি উপজেলা ও একটি পৌরসভার আহ্বায়ক কমিটি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের দিক নির্দেশনায় তৃলমূল পর্যায়ের যোগ্য কর্মীদের নিয়ে এসব আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করছি আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সততা দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করে কৃষক দলকে আরো এগিয়ে নিয়ে যাবে। তারা সর্বক্ষেত্রে দলের নির্দেশ মেনে সংগঠনকে গতিশীল রাখবে।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।