চট্টগ্রাম: ফটিকছড়িতে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের দায়ে মো. এমরান নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের সরকারি জমি।
রোববার (৩ নভেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ দশমিক ৫ শতক সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে দোকানঘর স্থাপন করে ভাড়া দেওয়া হয়।
এসময় অবৈধ দখলকৃত প্রায় ১ দশমিক ৫ শতক সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের অনুকূলে দখল নেওয়া হয়।
অভিযানে জাফতনগর পুলিশ ফাঁড়ির একটি দল, ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীরা ও স্থানীয় এলাকাবাসী সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
বিই/টিসি