ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্যারেড ময়দানে তাফসীরুল কুরআন মাহফিল ২৭ জানুয়ারি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
প্যারেড ময়দানে তাফসীরুল কুরআন মাহফিল ২৭ জানুয়ারি  ...

চট্টগ্রাম: ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ঐতিহাসিক ৫ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাফসীরুল কোরআন মাহফিল-২০২৫ প্যারেড ময়দানে আয়োজন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সোমবার (৪ নভেম্বর) সকালে নগরের চকবাজারে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, দীর্ঘ ১৬ বছর পর পুনরায় তাফসীরুল কোরআন মাহফিল এর উদ্যোগ নেওয়া হয়েছে।

যা বীর চট্টলার ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। ইসলাম প্রিয় তাওহিদি জনতা দীর্ঘদিন এই আয়োজন হতে বঞ্চিত হয়েছে পতিত স্বৈরাচারের রোষানলে পড়ে। ২০২৫ এর তাফসীরুল কোরআন মাহফিলে সবকিছু দিয়ে পূর্ণতা দেওয়ার চেষ্টা করা হবে। শূন্যতা হলো শহীদ আল্লামা সাঈদী এবং শায়খুল হাদীস মরহুম শামসুদ্দীন (রহ.) এর উপস্থিতি। তিনি সকলকে আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি সহযোগিতার আহবান জানান।  

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, ইসকপ এর সহকারী সম্পাদক খাইরুল বাশার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ, ইসকপ সহকারী সেক্রেটারি শফিউল আলম ছুবহানী, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সলীমুল্লাহ জামান, ইসকপ সদস্য মাওলানা জায়নুল আবেদীন, পরিষদের অর্থ সম্পাদক নাজিম উদ্দীন, সমাজসেবা সম্পাদক ডা. মুহাম্মদ ইলিয়াছ, পরিষদ সদস্য ফজলুল কাদের, হাসমত আলী চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, হিসাব কর্মকর্তা সিরাজুল ইসলাম খান, পরিষদ নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক, সহকারী হিসাব কর্মকর্তা মুহাম্মদ হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।