ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসীকে হুমকির অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
প্রবাসীকে হুমকির অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রতীকী ছবি।

চট্টগ্রাম: প্রবাসীকে হত্যার হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে আবদুল জব্বার আলী রেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।  

মঙ্গলবার (৫ নভেম্বর) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন।

আবদুল জব্বার আলী রেজা রাঙ্গুনিয়া থানার ইসলামপুর ইউনিয়নের জাকির হোসেনের ছেলে। বাদী মো. ইকবাল হোসেনও একই এলাকার নুরুল আলমের ছেলে।

বাদীর আইনজীবী নুরুল হক বাংলানিউজকে বলেন, প্রবাসী মো. ইকবাল হোসেনকে হত্যার হুমকি ও ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ায় অভিযোগে ২০২২ সালে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল। মামলার তদন্ত শেষে ট্রাইব্যুনালে গত ৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। আজ ট্রাইব্যুনাল অভিযোগপত্রটি আমলে নিয়ে আসামি আবদুল জব্বার আলী রেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।  

মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রবাসী মো.ইকবাল হোসেনের ভাই জিল্লুর রহমান প্রকাশ জিল্লুর ভাণ্ডারী হত্যা মামলা দায়ের করার পর থেকে মামলার সাক্ষী ইকবালের ভাই জিয়া উদ্দিন বাবলুকে মোবাইল ফোনে সপরিবারে হত্যা করবে বলে মোবাইলে হুমকি দেয়। যা জিল্লুর রহমান হত্যা মামলার সাক্ষী প্রদানকালে আদালতে জবানবন্দি দেন।  

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা ও ইয়াবার ছবি পোস্ট করে ইকবালের পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।