ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মুজিবুর রহমান বলেছেন, ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে প্রকৃত অর্থে বাংলাদেশের সার্বভৌম মর্যাদা প্রতিষ্ঠার সূচনা হয়। প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক বাংলাদেশ।

২০২৪ সালেও জুলাই-আগস্ট বিপ্লবে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়ে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়েছে। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন।
এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। ঐক্যবদ্ধ পথচলার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে।  

বুধবার (৭ নভেম্বর) বিকেলে সাতকানিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফ্যাসিবাদ যাতে আর কখনো প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ৭ নভেম্বরের চেতনাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। জুলাই-আগস্টের চেতনার মধ্য দিয়ে ৭ নভেম্বরের মত জাতিকে সকল প্রকার ফ্যাসিবাদ হতে মুক্তি দিতে হবে। মনে রাখতে হবে, গত ১৫ বছরে আওয়ামী লীগ ও তার দোসররা যা করেছে, সেটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না।  

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য হাজী রফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য লোকমান হাকিম মানিক, সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন চৌধুরী, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আবুল হোসেন, হাফেজ আহমেদ লিটন, মনজুর আহমেদ, ফরিদুল আলম, জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ শফি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, শাহ এমরান, সাতকানিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, উত্তর সাতকানিয়া যুবদলের আহবায়ক ইফতেখার উদ্দিন রাজিব, সাতকানিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেদ খান, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মাসুদ, ছাত্রদল নেতা আনিসুল ইসলাম ও এনামুল হক এনাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।