চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সোহরাওয়ার্দী হলের সামনে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে ছাত্রদের আবাসিক হলের গেইটের পাশে নালা থেকে সাপটি উদ্ধার করা হয়।
সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, রাতে নালায় অজগরটির উপস্থিতি দেখে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্যকে ফোন করা হয়। পরে উদ্ধারকারী দল এসে এটিকে উদ্ধার করে পাহাড়ে নিয়ে যায়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রফিকুল ইসলাম বলেন, খাবারের খোঁজে অজগরটি হলের সামনে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। এটি বার্মিজ অজগর, পাহাড়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসি/টিসি