ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্র শিবিরের 'সীরাত অলিম্পিয়াড'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
৫ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্র শিবিরের 'সীরাত অলিম্পিয়াড' ...

চট্টগ্রাম: ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সীরাত অলিম্পিয়াড’২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) নগরের ৩টি কেন্দ্রে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীদের নিয়ে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতা চলাকালীন বিভিন্ন কেন্দ্রগুলোতে পরিদর্শনে আসেন মহানগরীর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। এ সময় তিনি শিক্ষার্থীদের জীবনকে রাসুলুল্লাহর সীরাতের সমন্বয়ে গড়ে তুলতে এই প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

একইসঙ্গে ছাত্রশিবিরের এসব প্রতিযোগিতা আগামীতে আরও সুন্দর ও ব্যাপকভাবে আয়োজন করার আহবান করেন।  

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম, সাবেক সভাপতি আ ম ম মাশরুর হোসাইন, আমান উল্লাহ আমান, আ ন ম যুবায়ের, মহানগর সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।