ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সমন্বয় ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করবেন না: মেয়র শাহাদাত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
সমন্বয় ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করবেন না: মেয়র শাহাদাত  ...

চট্টগ্রাম: সিডিএ, ওয়াসা, টিঅ্যান্ডটি, পিডিবি, কর্ণফুলী গ্যাস,পানি উন্নয়ন বোর্ডসহ সব সেবাদানকারী সংস্থাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করার জন্য বলেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।  

রোববার (১০ নভেম্বর) সকালে কালামিয়া বাজারে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন।

 

তিনি বলেন, সমন্বয় ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করবেন না। সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়ের দিকে দৃষ্টি দিচ্ছি আমরা।

 

মশক নিধন অভিযান আরও জোরদার হবে। ওষুধের গুণগতমান ল্যাব টেস্ট করা হবে। কোনো ধরনের আপস করবো না। মস্কোবার অনেক ইফেকটিভ হবে ইনশাআল্লাহ আমরা মনে করি।  

তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রতি ওয়ার্ডে ৪০-৫০ জন করে পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়া হয়েছিল, আপনারা দেখবেন তারা ঠিকমতো কাজ করছে কি না। কাজ না করলে আমাদের জানাবেন, শাস্তির ব্যবস্থা করবো। তাদের চাকরি হয়তোবা নাও থাকতে পারে। পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা ইমানদারিত্বের সঙ্গে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।  

তিনি বলেন, চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে হোল্ডিং ট্যাক্স আপনাকে দিতে হবে। আমি অনেক বকেয়া লিস্ট দেখেছি।  

মেয়র বলেন, এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখেছি। মানুষ কষ্ট পাচ্ছে। যেসব রাস্তাঘাট জনদুর্ভোগের কারণ হচ্ছে সেগুলো দ্রুত মেরামত করা হবে। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে নালা নর্দমা অপরিষ্কার। এ শহর আমার একার না, সবার। তাই আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।  

তিনি পরিচ্ছন্ন কর্মীদের হাজিরা নেন এবং স্থানীয়দের কাছে কাজের পারফরম্যান্স জানতে চান। মেয়র ঘোষণা দেন, আজ থেকে রাতেই চসিকের পরিচ্ছন্ন কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।