ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ...

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মো. আজিজুল হক ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।

রোববার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে মনছুরিয়া বাজার প্রধান সড়কে ‘শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন জনসাধারণ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

এসময় বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল, সহ-সুপার মাওলানা এসফাকুর রহমান শওকী, সিনিয়র শিক্ষক আমির হোসেন, মৌলানা শহিদুল্লাহ।

উপস্থিত ছিলেন মো. রবিউল আলম, মৌলানা মাহফুজুর রহমান, আহত শিক্ষক মো. আজিজুল হকের স্ত্রী রোকসানা বেগম ও ছেলে আব্দুল্লাহ মোহাম্মদ মাহি প্রমুখ।  

শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাম্বল এলাকায় শিক্ষক মো. আজিজুল হক ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় পশ্চিম চাম্বল চরতিয়া পাড়া ২ নম্বর ওয়ার্ডের মছন আলীর ছেলে জোস মোহাম্মদ (২৮), দিদারুল ইসলাম (২৫), রিদুয়ানুল ইসলাম (২০), নুর মোহাম্মদ (৩৫) ও মৃত হাছন আলীর পুত্র মো. ফোরকান (৪০), রবিউল আলম (২৮), আব্দুর রহমান (৩৪) জড়িত থাকার অভিযোগ ওঠে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।