ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রতারণা মামলায় ২ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
প্রতারণা মামলায় ২ জন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় প্রতারণার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (২৯ ডিসেম্বর) সাতকানিয়ার সোনাকানিয়া বণিক পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাকানিয়া বণিক পাড়ার খোকন ধরের বাড়ির কাঞ্চন ধরের ছেলে এবলু ধর (২৮) ও খোকন চন্দ্র ধরের ছেলে রুপন ধর (৪০)।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার মিয়া বলেন, সাতকানিয়া থেকে প্রতারণার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।