ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
ফটিকছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের খেলা বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ফটিকছড়ির মাঠে গড়াবে।

এ উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

 ট্রফি উন্মোচন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. শাহজাহান।
 

এ সময় তিনি বলেন, ফটিকছড়িতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর এ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন। এটা প্রশাংসার দাবিদার। কেননা তিনি ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে রক্ষার জন্য এমন টুর্নামেন্ট আগেও করেছিলেন। বর্তমানেও তা অব্যাহত রেখেছেন। সেইসঙ্গে ছাত্রদলকেও ধন্যবাদ জানাই। আশাকরি এসব টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিঞা মোশারাফুল আনোয়ার মশুর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও টুর্নামেন্টের সদস্য সচিব মহিন উদ্দিন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, আবুল কালাম আজাদ, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, নুরুল ইসলাম মেম্বার, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, মো. এনামুল হক, আবু আজম তালুকদার, আবুল খায়ের, আবু মেম্বার, তৌহিদ মুন্সি, খালেদ বাবুল, নুরুল হুদা, মো. শাহরিয়া, মুনসুর আলম চৌধুরী, এসএম মুনসুর, জালাল চৌধুরী, মো. সাইফুদ্দিন, নাজিম উদ্দীন, দৌলত মিয়া, হাসানুল কবির, শহিদুল ইসলাম, মোজাহারুল ইকবাল লাভলু, একরামুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর আলী আকবর, ইউপি সদস্য মো. কাদের, এম এ মাহফুজ, রোকন উদ্দীন,  নাজিরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর মউন মহিন, এম মোজাম্মেল হক অভি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।