চট্টগ্রাম: সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটি (এসআরবিএস)'র ১৫ সদস্যের চট্টগ্রাম জেলা কমিটি গঠন করেছে। এতে আবদুল্লাহ মজুমদারকে সভাপতি ও মির্জা ইমতিয়াজ শাওনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) কাজীর দেউড়ির সোসাইটির চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ও কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফিরোজ চাষীর উপস্থিতিতে কমিটি গঠন পক্রিয়া সম্পন্ন হয়।
২০০৯ সাল থেকে নদীকে নিয়ে কাজ করা এ সংগঠনটির কমিটিতে আরো রয়েছেন রয়েছেন আ ফ ম বোরহান, মো. সাজ্জাদ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, মোসলেহ উদ্দিন খান জুয়েল, জাহেদ কায়সার , সৈকত বড়ুয়া অন্তু, মো. শাহজালাল, মোহাং তানবীর উদ্দিন, সেলিমুজ্জমান মজুমদার, দেওয়ান লিটা, অ্যাডভোকেট জেসমিন আকতার, আমির হোসেন আতিক, মো. ইমরান।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
পিডি/টিসি