ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের প্রতীকী ছবি

চট্টগ্রাম: লোহাগাড়ায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিনুল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুল ইসলাম উত্তর আধুনগর ব্যাপারি পাড়ার নাজিম উদ্দিনের ছেলে।  

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বাংলানিউজকে বলেন, একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে।

এতে ঘটনাস্থালেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী শাহীনের। হাইওয়ে পুলিশ একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।