ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৯৯৫ বস্তা সারসহ কাঠের বোট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
৯৯৫ বস্তা সারসহ কাঠের বোট জব্দ সার, সিমেন্টসহ কাঠের বোট জব্দ করেছে কোস্টগার্ড পূর্ব জোন।

চট্টগ্রাম: ৯৯৫ বস্তা ইউরিয়া সার, ৫৪ ব্যাগ সিমেন্ট, ৮৪ লিটার পেইন্ট ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ কাঠের বোট জব্দ করেছে কোস্টগার্ড পূর্ব জোন।  

সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

 

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. (বিএন) শাকিব মেহবুব এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পতেঙ্গা বহির্নোঙরের ২ নম্বর বয়ার কাছে বিপুল পরিমাণ ইউরিয়া সার, সিমেন্ট, পেইন্ট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচার হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে অপারেশন সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ ‘তানভীর’ রাত আনুমানিক ১১টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।  

এ সময় ২ নম্বর বয়ার কাছে সন্দেহজনক একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ড জাহাজ থামার সংকেত দেয়। পাচারকারীরা সংকেত অমান্য করে পারকির চর এলাকায় বোটসহ সব পণ্য রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৯৯৫ বস্তা ইউরিয়া সার, ৫৪ ব্যাগ সিমেন্ট, ৮৪ লিটার পেইন্ট ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বোটটি জব্দ করা হয়।  

জব্দ করা পণ্য ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।