ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শনিবার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শনিবার 

চট্টগ্রাম: ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র কর্মকর্তারা চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন শনিবার (১ ফেব্রুয়ারি)।

শনিবার বিকেল ৩টায় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এতে ব্রাজিল দূতাবাসের ঢাকার ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভিরা জানুঝি, ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের পরিচালক ইমরান চৌধুরী, চেম্বারের সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবেদীন উপস্থিত থাকবেন।

ব্রাজিল এবং ল্যাটিন আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্য বাজারজাতকরণ, ব্রাজিলের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার জন্য আমন্ত্রণ সহ দুই দেশের সংস্কৃতি ও নানা বিষয়ে পারস্পরিক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে আগামী ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত ৩ দিনের ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্রাজিলের সাও পাউলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এক্সপো ২০২৫।

এ মতবিনিময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বতী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।