ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জেলা প্রশাসনের কর্মচারিসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
জেলা প্রশাসনের কর্মচারিসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম: অর্থ আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসনের কর্মচারিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দুদক’র উপ-সহকারী পরিচালক মালিক লাল দাস বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

  মামলা নম্বর ৪৭।

অভিযুক্তরা হলেন, জেলা প্রশাসনের কর্মচারী মো. শামসুল হক এবং আব্দুল বারেক, কামাল আহমেদ ও মো. সাইফুদ্দিন।


শামসুল হক আগে চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত ছিলেন।   বর্তমানে তিনি রাঙামাটি জেলা প্রশাসনে আছেন।

কোতয়ালি থানার ডিউটি অফিসার এএসআই কামরুন্নাহার বাংলানিউজকে জানান, নগরীর কর্ণফুলী থানার দ্বীপকালা মোড়ল মৌজায় বিদুৎকেন্দ্র স্থাপনের জন্য জায়গা অধিগ্রহণের নামে ২৩ লাখ ৫৮ হাজার ৭১৩ টাকা তিনটি চেকের মাধ্যমে তুলে আত্মসাত করার অভিযোগে মামলাটি দায়ের হয়েছে।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯১১ ডিসেম্বর ৩১, ২০১৫
আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।