বিদায় ২০১৭। ছবি: সোহেল সরওযার, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট
চট্টগ্রাম: বিদায় ২০১৭। গোধূলি বেলায় রক্তিম সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে হারিয়ে গেলো ঘটনাবহুল এ বছরটি। রাত শেষে সকালটা নতুন বছরের। শুভ ইংরেজি নববর্ষ।
নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে। এখন নতুন বছর আর নতুন সূর্যের অপেক্ষায।
শুরু হবে ২০১৮। নতুন জীবনে যাত্রা করবে সবাই।
বিদায়ী বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভালোবাসা-সংঘাত, পাওয়া-না পাওয়া, অর্জন-বিসর্জন সবকিছুই ঠাঁই নেবে স্মৃতির পাতায়।
মহাকালের গর্ভে একটির পর একটি বছরের বিলীন হলেও নিয়মানুযায়ী নতুন স্বপ্নকে ধারন করেই প্রতিটি নতুন বছরকে মানুষ স্বাগত জানায়। বিদায়ী বছরের পাওয়া-না পাওয়া, আনন্দ-বেদনা, প্রত্যাশা-প্রাপ্তির হিসেবভূমিতেই রচিত হয় নতুন স্বপ্ন-আশা।
ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামীর ... শুভ ইংরেজি নববর্ষ ২০১৮।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।