চট্টগ্রাম: চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ীভাবে ক্যাম্পাস স্থাপন ও পরিচালনা সনদ পেয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি।
বুধবার (২৯ ডিসেম্বর) প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরাবর শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০- এর ১০ ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় প্রিমিয়ার ইউনিভার্সিটিকে এই সনদ প্রদান করেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটি ২০১২ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন পায়।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এমআর/টিসি