চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবস্থান নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের একাধিক উপগ্রুপের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় শতাধিক নেতাকর্মী মূল ফটকে জড়ো হয়ে বিভিন্ন প্লেকার্ড হাতে এ দাবি জানান।
এদিন দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক শেখ নাজমুল। কেন্দ্রীয় দুই নেতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই মূল ফটকে জড়ো হয়ে আন্দোলন শুরু করে ছাত্রলীগের বগিভিত্তিক ৫টি উপগ্রুপ- বিজয়, ভিএক্স, বাংলার মুখ, একাকার এবং আরএস গ্রুপের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় দুই নেতা আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিলে পরে তারা ফিরে যান।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় নেতারা আশ্বাস দিয়েছেন আগামী ২৫ জানুয়ারির মধ্যে কমিটির বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। আমাদের অভিভাবকরা সিদ্ধান্ত নিলেই পূর্ণাঙ্গ কমিটি হবে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এমএ/টিসি