ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক পরিচয়ে বারে চাঁদাবাজি, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
সাংবাদিক পরিচয়ে বারে চাঁদাবাজি, গ্রেফতার ২ ...

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার শেখ মুজিব সড়কে সাংবাদিক পরিচয়ে মদের বারে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) রাতে চট্টগ্রাম ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটেছে।

গ্রেফতারকৃতরা হলেন- শফিউল আওয়াল শাউন (২৬) ও  কামরুল হাসান (৪৫)। শাওন নিজেকে ‘উচ্চকণ্ঠ’ ও কামরুল নিজেকে ‘দৈনিক চৌকস’ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন বলে পুলিশ জানিয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, চট্টগ্রাম ইন্টারন্যাশনালে কামরুল ও শাওন সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা ও চাঁদা দাবি করত। বুধবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে বিভিন্ন কাস্টমারকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে, কর্মচারীরা থামানোর চেষ্টা করলে তাদের কিল, ঘুষি দিতে থাকে। টেবিল থেকে গ্লাস নিয়ে ছুড়ে মারে। তিনটি গ্লাস ভেঙে যায়। ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।