চট্টগ্রাম: প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, যতদিন এই পৃথিবীতে বাংলা ভাষা-ভাষী মানুষ থাকবে ততদিন একুশে ফেব্রুয়ারি পালিত হবে। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ অভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিলো- সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ১১টায় প্রেস ক্লাব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং একুশের প্রথম প্রহরে রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।
প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক আবদুস সবুর শুভ।
এ সময় প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, বিএফইউজে সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, স্থায়ী সদস্য দেবপ্রসাদ দেবু, তপন দাশবর্মন, আফজল রহিম সিদ্দিকী, মোহাম্মদ ফারুক, নুরউদ্দিন আহমদ, কামাল উদ্দিন খোকন, গোলাম মাওলা মুরাদ, আবুল হাসনাত, সাইদুল আজাদ, রাজেশ চক্রবর্তী, মান্নান মেহেদী, এস এম ইফতেখারুল ইসলাম, মিয়া মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জহির, মহররম হোসাইনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এসি/টিসি