চট্টগ্রাম: নগরের এম এ আজিজ স্টেডিয়াম সিজেকেএস জামে মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সদস্য মো. রুমেলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
সিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) ফারুকুল হক বাংলানিউজকে বলেন, মো.রুমেল নরসিংদী জেলার বেলাবো থানার হাজার বাড়ির মো.কুদ্দুস মিয়ার ছেলে।
কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) ফারুকুল হক জানান, এম এ আজিজ স্টেডিয়ামে ২১ ফেব্রুয়ারি বই মেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের কতিপয় সদস্য চট্টগ্রাম শহরে অবস্থান করার খবর পাওয়া যায় গোয়েন্দা সূত্রে।
তিনি আরও জানান, রুমেল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সদস্য। সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য স্থানীয়ভাবে দলবদ্ধ হয়ে তারা সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। মোবাইল ফোন অ্যাপস ব্যবহার করে সদস্যদের গ্রুপ তৈরিপূর্বক নাশকতার পরিকল্পনা করছিল তারা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এমআই/এসি/টিসি