চট্টগ্রাম: যাদের বয়স ১২-১৮ এবং কোনও সনদপত্র নেই তাদের জন্য গণটিকার ব্যবস্থা করেছে সরকার। সেই টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরের কাজির দেউড়ি এলাকার অফিসার্স ক্লাব ও এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় গণটিকাদান কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বাংলানিউজকে বলেন, যাদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয় পত্র নেই এবং বয়স ১২ থেকে ১৮ বছর; এমন যে কেউ রেজিস্ট্রেশন ছাড়াই করোনা প্রতিরোধে টিকা নিতে পারবে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
বিই/এসি/টিসি