ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদা নদী থেকে ঘেরা জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
হালদা নদী থেকে ঘেরা জাল জব্দ  ...

চট্টগ্রাম: হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশ।

শনিবার (২ এপ্রিল) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত হালদার মোহনা হতে মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হালদা নদীর উভয় পাড়ের বিভিন্ন পয়েন্ট, কচুখাইন, চান্দগাঁও ওয়াসা নদীর পাড়, ছায়ার চর, মদুনাঘাট পানি শোধনাগার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ভোর থেকে সকাল পর্যন্ত হালদা নদীর ৬টি স্থানে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়। প্রায় ৫০টি বাঁশ উঠিয়ে পরে তা কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ২ এপ্রিল, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ