ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সানশাইন গ্রামার স্কুলের বার্ষিক কিরাত প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
সানশাইন গ্রামার স্কুলের বার্ষিক কিরাত প্রতিযোগিতা বক্তব্য দেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন।

চট্টগ্রাম: ৩৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে সানশাইন গ্রামার স্কুলের বার্ষিক কিরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সোমবার (৪ এপ্রিল) সানশাইন গ্রামার স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।  

সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

  

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন এবং বিচারকের দায়িত্ব পালন করেন।  

ড. রাজীব রঞ্জন বলেন, শিশুরা হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ।

আজ যারা শিশু তাদের যদি আমরা সযত্নে, সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দিই, তাহলে ভবিষ্যতে তারা হবে এদেশের একেকজন আদর্শ, কর্মক্ষম, সুযোগ্য নাগরিক। একসময় তারা দেশের প্রতিটি সেক্টরে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এ দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে।

অতিথিরা শিক্ষার্থীদের তেলাওয়াত শুনে মুগ্ধ হন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।