ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জেলা পরিষদ নির্বাহীর কাছে সালামের দায়িত্ব হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
জেলা পরিষদ নির্বাহীর কাছে সালামের দায়িত্ব হস্তান্তর লোগো।

চট্টগ্রাম: মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল এর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

রোববার (১৭ এপ্রিল) তিনি দায়িত্ব হস্তান্তর করেন।

এম এ সালাম বলেন, চলতি বছরের ২৩ জানুয়ারি মেয়াদ পূর্ণ হয়েছে। এরপর মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করলে আমাকে দায়িত্ব পালন করে যেতে হয়।

এ সময়ে জেলা পরিষদ আইন সংশোধন করে জাতীয় সংসদে উত্থাপন ও পাস হয়। এরপর এটির গেজেট প্রকাশ করা হয়। তারই আলোকে রোববার আমি চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি।  

জানা গেছে, সপ্তাহখানেকের মধ্যে নতুন প্রশাসক নিয়োগ করা হবে। ওই প্রশাসক ৬ মাসের মধ্যে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করবেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।