ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎ সাশ্রয়ে চা বোর্ডের সুইচে কালো স্টিকার!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
বিদ্যুৎ সাশ্রয়ে চা বোর্ডের সুইচে কালো স্টিকার! ...

চট্টগ্রাম: বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বোর্ডের এসি ব্যবহার সীমিত করার পাশাপাশি প্রধান কার্যালয়ের বৈদ্যুতিক পাখা ও বাতি ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।  

বোর্ডের মোট ব্যবহৃত বৈদ্যুতিক পাখা এবং বাতির ২৫ শতাংশ বন্ধ রাখার সুইচের ওপর কালো স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।

যেগুলো সার্বক্ষণিক বন্ধ থাকবে। কালো স্টিকার লাগানোর ফলে সংশ্লিষ্ট ব্যবহারকারী যাতে সবসময় স্মরণে রাখে যে এসব বাতি ও ফ্যান সার্বক্ষণিক বন্ধ রাখতে হবে।
 

বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের নির্দেশনায় বোর্ডের সচিব মোহাম্মদ রুহুল আমিন এ উদ্যোগ নেন। এক সপ্তাহ ধরে এ পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করছে চা বোর্ড।

মোহাম্মদ রুহুল আমিন জানান, সুইচ বোর্ডে কালো স্টিকার লাগিয়ে দেওয়ায় জাতীয় সম্পদ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।