ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে হাজতির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
চমেক হাসপাতালে হাজতির মৃত্যু 

চট্টগ্রাম: কেন্দ্রীয় কারাগারের মো. ইউসুফ (৬০) নামে এক হাজতি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  

বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

মো. ইউসুফ, কক্সবাজার জেলার পেকুয়া থানার  মগনামা সিকদার বাড়ির মৌলভী নুরুল হকের ছেলে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়,  গত ১২ এপ্রিল পাহাড়তলী থানার নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ জুলাই কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একইদিন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের ১০ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মো. ইউসুফ নামে এক হাজতির মৃত্যু হয়েছে। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।