ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে স্টেশনে পুলিশের জনসচেতনতা কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
রেলওয়ে স্টেশনে পুলিশের জনসচেতনতা কার্যক্রম ...

চট্টগ্রাম: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সতর্ক, রেলক্রসিং ও রেললাইন পারাপার, ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছে রেলওয়ে পুলিশ।  

বুধবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির মো. আবুল হোসেনের সভাপতিত্বে হরিনারায়ণপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্টেশন সংলগ্ন এলাকার মানুষ, রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় দোকানি, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় রেললাইন ও রেলক্রসিং দেখে শুনে পারাপার, ফুটওভার ব্রিজ ব্যবহার এবং খেলাচ্ছলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করতে উপস্থিত সবাইকে অনুরোধ করা হয়।

এ ছাড়াও পাথর নিক্ষেপের কুফল, ভয়াবহতা ও পাথর নিক্ষেপ আইনগত অপরাধ, পাথর নিক্ষেপের শাস্তি এবং মাদকদ্রব্য সেবনের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে উপস্থিত সবার সহযোগিতা চাওয়া হয়।

এছাড়াও প্রতিদিন প্লাটফর্মে দাঁড়ানো অবস্থায় সব ট্রেনের যাত্রীকে ট্রেন ভ্রমণের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না খাওয়ার জন্য হেঁটে হেঁটে মাইকিং করে পরামর্শ দেওয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বাংলানিউজকে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে, মাদকদ্রব্য সেবন রোধে  এবং রেলক্রসিং ও রেললাইন পারাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্টেশনে জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয়। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।