ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়কে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সারদা কাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়কে তলব মুকুল রায়

কলকাতা: সারদা প্রতারণা  কাণ্ডে এবার ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় নেতা মুকুল রায়কে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি বি আই।

সোমবার (১২ জানুয়ারি) তাকে চিঠি দিয়ে এ তলব করা হয়েছে বলে সি বি আই সূত্র নিশ্চিত করেছে।



সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ও সাধারণ সম্পাদক মুকুল রায়কে সারদা প্রতারণা কাণ্ডে জড়িত আছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।

এরই মধ্যে এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রথম সারির কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজন রয়েছেন মন্ত্রীও।

সারদা কাণ্ডে তলব করা এখন পর্যন্ত সবচেয়ে বড় মাপের রাজনীতিক হলেন মুকুল রায়। এ ঘটনার তদন্তের শুরু থেকেই মুকুল রায়কে জেরার দাবি করে আসছিল বিরোধীরা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশটির কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দল বিজেপি-এর পশ্চিমবঙ্গের সভাপতি রাহুল সিনহা বাংলানিউজকে বলেন, এটাই প্রত্যাশিত ছিল। আর এ তলব প্রমাণ করেছে সি বি আই তদন্ত নিরপেক্ষভাবেই চলছে।

এ ঘটনায় সারদা কাণ্ডের বিচার নিয়েও মানুষ আশান্বিত হয়েছেন বলে মনে করেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।