ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মন্ত্রিসভা থেকে মদনের অপসারণ চেয়ে মামলা হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
মন্ত্রিসভা থেকে মদনের অপসারণ চেয়ে মামলা হচ্ছে ছবি: সংগৃহীত

কলকাতা: পশ্চিমবঙ্গের ক্রীড়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্রকে মন্ত্রিসভা থেকে অপসারণ চেয়ে কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের হতে যাচ্ছে।

সারদা আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র বর্তমানে কারাগারে রয়েছেন।

এর ফলে দফতরের কাজ করতে পারছেন না পরিবহন ও ক্রীড়া মন্ত্রী। এতে রাজ্যের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন অভিযোগ জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হবে বলে একটি সূত্র জানিয়েছে।

শুক্রবারই (১৬ জানুয়ারি) এ মামলা দায়ের হতে পারে বলে সূত্রটি জানায়।

খবর পাওয়া গেছে, মদন মিত্রকে জেলে গিয়ে জেরা করার জন্য শুক্রবার আদালতের কাছে অনুমতি চাইতে পারে সিবিআই।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।