ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতাকে ‘সহোদরা’ করতে চায় আফগানিস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
কলকাতাকে ‘সহোদরা’ করতে চায় আফগানিস্তান

কলকাতা: কলকাতার ‘সহোদরা’ শহর হতে চলছে আফগানিস্তানের শহর মাজারি শরীফ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রস্তাব দেবেন ভারতে নিযুক্ত    আফগানিস্তানের রাষ্ট্রদূত শাদিয়া মহম্মদ আবদালি।



তিনি জানান, কলকাতার সঙ্গে আফগানিস্তানের মাজারিশরীফ শহরের অনেক মিল রয়েছে। তাই কলকাতার সহোদরা শহর হতে পারে এটি।

‘পশ্চিমবঙ্গের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগ আরও বাড়াতে কলকাতায় একটি কনস্যুলার দফতর খোলারও প্রস্তাব দেওয়া হবে’—বলেন শাদিয়া মহম্মদ আবদালি।
 
বাণিজ্যিক  ক্ষেত্রে ভারত-আফগানিস্তান সম্পর্কের ওপর জোর দিয়ে তিনি বলেন, কলকাতার ব্যবসায়ীদের আফগানিস্তানে ব্যবসার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৪  ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।