ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বর্ষবরণ উৎসব উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বর্ষবরণ উৎসব উদযাপন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

কলকাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে উদযাপিত হলো পহেলা বৈশাখ।

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



নাচ, গানসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। কমিশন প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ মেলার। মেলায় বিভিন্ন ধরনের বাঙালি খাবারের দোকান বসেছিল।

এছাড়া সেখানে ঐতিহ্যবাহী নাগরদোলা, পুতুল নাচ, পশু পাখির পোশাক পরে নাচসহ বিভিন্ন ধরনের লোকজ সংস্কৃতির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
 
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসএন/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।