ঢাকা: কলকাতার ঢাকুরিয়া সাফারি পার্কে গাছ কাটা ও পাখির বাসস্থান ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন সচেতন জনসাধারণ।
রোববার (৪ অক্টোবর) সকালে পার্কের সামনে ‘সেভ সাফারি পার্ক’ শীর্ষক এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভার অন্যতম আয়োজক আলোকচিত্রী সুদীপ ঘোষ সোমবার (০৫ অক্টোবর) বাংলানিউজকে বলেন, আমরা চাই, পাখিরা তাদের আবাসস্থল ফিরে পাক ও শান্তিতে থাকুক। প্রতিবছর অসংখ্য অতিথি পাখি ঢাকুরিয়া সাফারি পার্কে আসে। এভাবে গাছ কেটে তাদের আবাসস্থল নষ্ট করলে ওরা অস্তিত্ব সংকটে পড়বে।
গাছ কাটা ও পাখিদের আবাসস্থল ধ্বংস বন্ধ, সেইসঙ্গে সচেতনতা বাড়ানোর জন্যই এ প্রতিবাদ সভা। এদিন সকালে ১শ ৫৩ জনের উপস্থিতিতে আমরা কেটে ফেলা গাছের গোড়ায় ফুল দিয়ে প্রতীকী শোক জানাই। এরপর গান গেয়ে ও গণস্বাক্ষর সংগ্রহ করে বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, যোগ করেন সুদীপ।
তিনি আরও বলেন, পাখিদের আবাসস্থল সংরক্ষণে আমরা সাফারি পার্ক কর্তৃপক্ষকে বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরে কার্যকরী ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএস/