ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মৌমাছির কামড়ে মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মৌমাছির কামড়ে মৃত্যু

আগরতলা: ত্রিপুর রাজ্যের সিপাহীজলা জেলার যাত্রাপুর এলাকায় বার্শি নোয়াতিয়া নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হলো মৌমাছির কামড়ে।

বুধবার (২ ডিসেম্বর) বাড়ির কাছে জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, বার্শি নোয়াতিয়া বুধবার জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যায়। এ সময় তিনি একটি শুকনা গাছ কাটতে শুরু করলে গাছের কোঠরে থাকা মৌচাকের মৌমাছিরা ঝাঁক বেধে এসে তাকে কামড়াতে থাকে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে জঙ্গলের পথ দিয়ে যাওয়া অন্য লোকজন তাকে দেখতে পেয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগেও ত্রিপুরায় মৌমাছির কামড়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।