ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দুই দিনব্যাপী পৌষ সংক্রান্তি উৎসব শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ত্রিপুরায় দুই দিনব্যাপী পৌষ সংক্রান্তি উৎসব শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার তীর্থমুখ এলাকায় গোমতী নদীর উৎসস্থল ডুম্বুর লেকে পৌষ সংক্রান্তি (হাঙগ্রাই) উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে এ উৎসব শুরু হয়।

প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু আদিবাসীরা এ উৎসবে যোগ দেন।

মৃত পূর্ব পুরুষদের উদ্দেশে তর্পণ ও পিণ্ডদান করতে পূণ্যার্থীরা এ উৎসবে আসেন। প্রাচীনকাল থেকে এই প্রথা চলে আসছে। তবে বর্তমানে উৎসবকে কেন্দ্র করে বসে মেলা। তাই পূণ্যার্থীদের পাশাপাশি দর্শনার্থীরাও এখানে ভিড় জমায়। সব মিলিয়ে প্রতিবছর পৌষ সংক্রান্তি উপলক্ষে এই উৎসব হয়ে উঠে বৃহৎ মিলন মেলা।

স্থানীয় করবুক মহকুমার জনপ্রতিনিধি দেবপ্রিয় বর্ধন বাংলানিউজকে বলেন, দু’দিনের উৎসব ও মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। মেলায় আগত দর্শনার্থীদের জন্য নিরাপত্তাসহ আস্থায়ীভাবে নির্মিত ঘরে থাকার ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।