কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে রদবদল করছে নয়া সরকার।
মহাকরণ সূত্রে জানা গেছে, দীর্ঘ দু‘ দশক ধরে যাদবপুর বিশ্ববিদ্যায়ের লাইব্রেরি সায়েন্সের অধ্যাপিকা চৈতালী দেবী মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি হতে চলেছেন।
অন্যদিকে, রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হচ্ছেন মুক্তিনাথ চট্টোপাধ্যায়।
বর্তমান সভাপতি ওঙ্কার সাধন অধিকারীর পরিবর্তে তিনি দায়িত্ব নিতে চলেছেন। মুক্তিনাথ চট্টোপাধ্যায় কলকাতার চারুচন্দ্র কলেজের সাবেক অধ্যাপক।
উল্লেখ্য, রাজ্যে নয়া সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দিশা দিতে বিভিন্ন কমিটি তৈরির পাশাপাশি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সংস্থার শীর্ষ আধিকারিকদের পরিবর্তে নতুন মুখ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই পথ ধরেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে পরিবর্তন ঘটতে চলেছে।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১১