কলকাতা: জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং রাজ্যে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবার ফের কলকাতার রাজপথে নামে বামফ্রন্ট।
পাশাপাশি জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
ধর্মতলায় কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুসহ বাম নেতারা।
অবস্থান কর্মসূচি শেষে দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে তারা ধর্মতলার মেট্রো চ্যানেলে একটি সমাবেশ করেন। সমাবেশে প্রধান বক্তা বুদ্ধদেব ভট্টাচার্য দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তাদের নীতির তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ‘ পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো নেমে এসেছে মানুষের জীবনে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের স্বার্থবিরোধী এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ’
সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকারকে ভর্তুকির ভার বহন করা উচিত বলে তিনি দাবি করেন। সেই সঙ্গে সভায় পাট্টাদারদের চাষ করতে না দেওয়া থেকে শুরু করে রাজ্য জুড়ে বামপন্থীদের ওপর তৃণমূলের সন্ত্রাসের সমালোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণবণ্টনে কম দামে খাদ্যশস্য সরবরাহের দাবিতে আগস্ট মাসের শেষে কলকাতায় বড় আকারে সমাবেশ করার ঘোষণা দেন বামফ্রন্ট নেতারা।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১