কলকাতা: মুম্বাইয়ের সিরিয়াল বোমা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই সর্তকবাণী শোনা গেল ভারতীয় গোয়েন্দাদের কাছে। জঙ্গিদের পরবর্তী লক্ষ্য হতে পারে হিমাচল প্রদেশে ভাকরা-নাঙ্গল বাঁধ।
তারা মনে করছে, ভরা বর্ষাতেই বাঁধের ওপর জঙ্গি হামলা চালাতে পারে লস্কর-ই-তৈয়্যবা বা জামাৎ-উল-দাওয়ার মতো পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন। কারণ, ওই সময় বাঁধটি বর্ষার পানিতে ভর্তি থাকে।
এর ফলে চন্ডিগড়, হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির একাংশ ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারণ ভাকরা-নাঙ্গল বাঁধের জলধারণ ক্ষমতা ৯ হাজার ৩০ মিলিয়ন কিউসেক। যদি এই বাঁধের ওপর আক্রমণ হয়, তাহলে ১০ ফুট উচ্চতা বিশিষ্ট পানি প্রবাহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে প্লাবিত করবে।
গোয়েন্দাদের পক্ষ থেকে এও জানানো হয়েছে, জঙ্গিদের নাকি দেওয়াল মাপা ও ডুবসাঁতারের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানে লস্করের এক মিছিলে প্রকাশ্যে ভাকরা-নাঙ্গল বাঁধ ওড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। ২০১০ সালে ফেব্রুয়ারিতে জেইউডি নেতা আবদুর রহমান মাক্কি জলের ওপর আক্রমণের হুমকি দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১