ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বাঘ সংরক্ষণে সেরার স্বীকৃতি পেল সুন্দরবন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১
ভারতে বাঘ সংরক্ষণে সেরার স্বীকৃতি পেল সুন্দরবন

কলকাতা: ভারতের বাঘ সংরক্ষণের জন্য সেরা শিরোপা পেল সুন্দরবন। রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে দেশের মধ্যে সেরা কাজ করার জন্য জাতীয় স্তরে বাঘ সংরক্ষণ সম্মান দেওয়া হল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পকে।



রোববার কলকাতায় বাংলানিউজকে এই খবর দিয়ে রাজ্যের সুন্দরবন উন্নয়ণমন্ত্রী শ্যামল মন্ডল বলেন, ‘সুন্দরবনের বেশির ভাগ অংশই বাংলাদেশে অবস্থিত। এই দিকের সুন্দরবনের বাঘকে রক্ষা করার জন্য সেরার স্বীকৃতিতে আমরা আনন্দিত। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের অংশ থেকে প্রায়ই বাঘ ঢুকে পড়ে ভারতের লোকালয়ে। এছাড়াও আমাদের  দিকের বাঘও ঢুকছে লোকালয়ে। এই বাঘগুলিকে পরিচর্যা করে ফের জঙ্গলে পাঠানো হয়। এখানে জনতার রোষে বাঘের মৃত্যু প্রায় নেই বললেই চলে। ’

এদিন তিনি দাবি করেন, ‘ভারতের অন্য কোথাও ধরা পড়া বাঘ এভাবে সুরক্ষিতভাবে বনে ফেরত পাঠানোর নজির নেই। ’

এদিকে, শনিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার গ্রামে ঢুকে পড়া বাঘটিকে রোববার জঙ্গলে ছেড়ে দিয়েছেন বনবিভাগের কর্মীরা।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।