ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রাষ্ট্রদ্রোহিতার আইন বাতিল করা উচিত: বিনায়ক সেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ২, ২০১১
ভারতের রাষ্ট্রদ্রোহিতার আইন বাতিল করা উচিত: বিনায়ক সেন

কলকাতা: ভারতের রাষ্ট্রদ্রোহিতার আইন বাতিল করা উচিত বলে অভিমত দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. বিনায়ক সেন।

গত সোমবার সন্ধ্যায় কলকাতার টাউন হলে একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।



গণতন্ত্রের স্বাধীনতা শীর্ষক ওই আলোচনা সভায় তিনি বলেন,‘আমার ঘটনা জানাজানি হওয়ায় প্রচার হয়েছে। কিন্তু আমার মতো এরকম হাজার হাজার মানুষ রয়েছেন যারা একইরকম সমস্যার মধ্যে রয়েছেন এই (রাষ্ট্রদ্রোহ) মামলায় অভিযুক্ত হয়ে। ’

তিনি আরও বলেন, এবার সরকারের এরকম প্রতিবাদী মানুষদের নিয়ে অন্যরকম ভাবা উচিত। কারণ গণতন্ত্রে সরকারের সমলোচনা করা বা সরকারের বিরোধিতা করার অধিকার সব মানুষের রয়েছে। কিন্তু তাহলেই তাকে রাষ্ট্রদ্রোহিতার চোখে দেখতে হবে তার কোনও মানে নেই।

অনুষ্ঠানের আরেক আলোচক কংগ্রেসের মুখপাত্র মনু সিংভিও তার বক্তব্যকে সমর্থন করে বলেন,‘আমাদের দেশে রাষ্ট্রদ্রোহিতার আইনটি আর প্রাসঙ্গিক নয়। ’

উল্লেখ্য, ভারতের ছত্রিশগড়ের সরকারের আনা রাষ্ট্রদ্রোহিতার মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন ডা. বিনায়ক সেন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।