ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার খোয়াই সীমান্তে চলাচলে বিধি-নিষেধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
ত্রিপুরার খোয়াই সীমান্তে চলাচলে বিধি-নিষেধ

আগরতলা: ত্রিপুরার খোয়াই মহকুমার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পাঁচশ’ মিটার এলাকায় চলা-ফেরার ওপর কিছু বিধি-নিষেধ আরোপ করেছে রাজ্য প্রশাসন।

স্থানীয় সময় প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত সাধারণ মানুষের চলা-ফেরায় এ বিধি-নিষেধ আরোপ করা হয়।

তবে আইন-শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত সামরিক, আধা সামরিক ও রাজ্য পুলিশ সদস্য, খোয়াই জেলা পুলিশ সুপার ও খোয়াই মহকুমা শাসকের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারী,

জরুরি চিকিৎসার প্রয়োজন এমন অসুস্থ ব্যক্তিরা এ বিধি-নিষেধের আওতার বাইরে থাকবেন।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসি’র ১৮৮ ধারা অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ ধারা বলবত থাকবে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬

এসসিএন/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।