ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইলায় ক্ষতিগ্রস্তদের জন্য ৮৮ কোটি রুপি ঘোষণা মমতার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

কলকাতা: রাজ্যে আইলার ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ৮৮ কোটি রুপি অনুদান ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। আইলা দুর্গতদের বাড়ি তৈরির জন্য এই টাকা দেওয়া হবে।



বুধবার দুপুরে মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন, ‘৫০ শতাংশ ক্ষতিগ্রস্তদের অনুদান বিগত বামফ্রন্ট সরকার দু’বছরের পরও দিয়ে যেতে পারেনি। সেই অনুদান খাতে ৮৮ কোটি রুপি মঞ্জুর করল রাজ্য সরকার। ’

এদিন তিনি আরও বলেন, ‘এছাড়াও সুন্দরবন অঞ্চলে বাঁধ নির্মাণের জন্য ১৬ কোটি রুপি মঞ্জুর করেছে রাজ্য সরকার। ’

রাজ্যের দুর্যোগ পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্য সরকার। সব মন্ত্রককে তৈরি থাকতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সকলকে হাতে হাত ধরে লড়াই করতে হবে। ’

অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজনে দূরে থাকার আবেদনও এদিন করেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।