ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিখ উপাসানলয় নির্মাণে সালমান খানের ইট সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১
শিখ উপাসানলয় নির্মাণে সালমান খানের ইট সহায়তা

কলকাতা: বলিউডে সালমান খান তার উদার মনের জন্য পরিচিত। আরও একবার তার পরিচয় পাওয়া গেল তিনি পাঞ্জাবের পাতিয়ালাতে শিখদের উপাসনালয় নির্মাণের জন্য এক লাখ ইট দান করলেন।



সম্প্রতি পাতিয়ালার কমান্ডো ট্রেনিং স্কুলে তার আগামী ছবি ‘বডিগার্ড’-এর শুটিং করছিলেন সালমান। শুটিং চলাকালিন কাছের ‘শ্রী গুরু তেজ বাহাদুর সাহিব গুরুদোয়ারা’র এক গ্রন্থী (পুরোহিত) নতুন ভবন তৈরির জন্য সালমানের কাছে সাহায্য চান।

সালমান রাজি হন ও মুম্বই ফিরেই তিনি গুরুদোয়ারার জন্য এক লাখ ইটের দাম পাঠিয়ে দেন। সালমানের দুলাভাই অতুল অগ্নিহোত্রি জানান, পাটিয়ালায় থাকাকালীন তারা দুবার গুরুদোয়ারাটি দর্শন করেন।

আগামী ঈদে ৩১ শে আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবিতে সালমান এক দেহরক্ষীর চরিত্রে অভিনয় করছেন। ২০০৯-এ ‘ওয়ান্টেড’ ও ২০১০-এ দাবাং এর পর এটি সালমানের তৃতীয় ছবি যা ঈদে মুক্তি পাচ্ছে।

ভারতীয় সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।