কলকাতা: আগামী ২ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনা ও ভেনিজুয়েলার ফুটবল ম্যাচের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার কলকাতায় এসেছেন আর্জেন্টিনার সহকারী কোচ ও সাবেক বিশ্বকাপ ফুটবলার জুলিয়েন ক্যামিনোসহ তিন সদস্যের প্রতিনিধিদল।
এদিন বিকালে তারা মহানগরীতে পৌঁছে ম্যাচের পরিকাঠামো দেখতে প্র্যাকটিস মাঠ, থাকার জায়গা ও যুবভারতী পরির্দশন করেন।
এর আগে বিকেলে তাদের কলকাতার নেতাজী সুভাষ দত্ত আন্তর্জতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান ক্যামিনোর এক সময়ের সহযোদ্ধা ভারতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার অমিত ভদ্রসহ এআইএফের আধিকারিকরা।
সেখান থেকে তারা মোহনবাগান মাঠ ও যুবভারতী পরিদর্শন করেন এই ম্যাচের আয়োজক সেলিব্রেটি ম্যানেজমেন্ট্র গ্রুপের প্রধান ভাস্কর গোস্বামী সঙ্গে।
ভাস্কর গোস্বামী রাতে বাংলানিউজকে বলেন, ‘ক্যামিনোসহ প্রতিনিধিদলটি প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। ’
উল্লেখ্য, আর্জেন্টিনা দলের সহকারী কোচ ক্যামিনোর কাছে কলকাতা নতুন নয়। এই শহরে ১৯৮৮ সালে ইস্টবেঙ্গল দলের হয়ে তিনি খেলে গেছেন।
এদিকে মেসিদের এই ম্যাচ ঘিরে কলকাতা এখন ফুটবল জ্বরে আক্রান্ত। ওই দিনের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১